ইয়ানূর রহমান : যশোরের শার্শার অগ্রভুলোট গ্রামের হানেফ
আলী ওরফে খোকা (৩২) নামে এক গরুর রাখাল ভারতের বন্যাবাড়ীয়া ক্যাম্পের বি এস
এফের পিটুনিতে বুধবার দুপুরে নিহত হয়েছে। নিহত ব্যাক্তি শার্শার অগ্রভুলোট
গ্রামের শাজাহান আলীর ছেলে।
স্থানীয়রা
জানান হানেফ আলী মঙ্গলবার রাতে সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গিয়ে
সেখানকার বন্যাবাড়ীয়া সীমান্তে বুধবার সকালে বি এস এফের হাতে ধরাপড়ে। বি এস
এফের বেধড়ক পিটুনিতে হানেফ আলী অসুস্থ্য হয়ে পড়লে তাকে বনগাঁ হাসপাতালে
ভর্তি করাহয়।সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয়
ইউপি সদস্য তবিবুর রহমান হানেফ আলী নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন
হানেফ আলী পারিবারিক বিবাদে দুদিন আগে রাগ করে ভারতের মধ্যমগ্রামে তার
মামার বাড়ী চলে যান এবং বুধবার সকালে বড়ী ফেরার পথে ভারতে বি এস এফের হাতে
ধরা পড়ে। তাদের নির্যাতনের এক পর্যায়ে হানেফ আলী মারা যান। তার লাশ বনগাঁ
হাসপাতালের মর্গে রাখা আছে।
বি জি বি কর্তৃপক্ষ বি এস এফ কর্তৃপক্ষের মাধ্যমে লাশ দেশে আনার চেষ্টা করছে বলেও তিনি জানান ৷