লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে সুকুমার সরকার (৩০) নামের এক ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চামটিয়া দীঘা পাড়া এলাকায় রাস্তার উপর থেকে গলা কাটা লাশ উদ্ধার করা হয়। নিহত সুকুমার সরকার উপজেলার গোপালপুর পৌরসভার বাহাদিপুর এলাকার মৃত যুগল সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায় বিকেলে রাস্তার উপর একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত সুকুমার সরকারের ভাই জীবন সরকার জানান দুপুরে ভাড়ায় ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বের হয় বাড়ি থেকে। বিকেলে লোক মারফতে জানতে পারি সুকুমারকে চামটিয়া এলাকায় কে বা কাহারা গলা কেটে হত্যা করে রাস্তার উপর ফেলে রেখেছে। খবর পেয়ে ঘটনা স্থলে এসে আমার ভায়ের লাশ সনাক্ত করি।
লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নুরুজ্জামান জানান কে কাহারা কি কারণে এই হত্যা কান্ড ঘটিয়েছে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।