নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর
নেত্রকোনার
দুর্গাপুর পৌরসদরের বালুবাহী লড়ি ট্রাক্টর পুরোপুরি বন্ধ করতে উপজেলা
পরিষদ ঘেরাও,পৌর সদরে বিক্ষোভ মিছিল করেছে কোমলমতি শিক্ষার্থী ও
অভিভাবকেরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে দি চাইল্ড লার্নিং হোম এর
শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করেছে।খুঁদে
শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান,সকাল ৯টার দিকে ঐ প্রতিষ্ঠানের এক
শিক্ষার্থীর উপর দিয়ে লড়ি ট্রাক্টর তুলে দেয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পায়
কোমলমতি শিশু শিক্ষার্থী। এ খবর প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়লে ক্লাস বর্জন করে
মুহুর্তের মধ্যে সকল শিক্ষার্থীরা রাস্তায় মিছিল নিয়ে বের হয়। পরে উপজেলা
পরিষদ চত্বরে গিয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করে। দিপালী নামে এক শিক্ষার্থী
জানান,লড়ি ট্রাক্টরের অবাধ চলাচলে স্কুলে যাওয়া আমাদের বন্ধের উপক্রম।
রাস্তাতে সারা বছরই প্রচন্ড কাঁদা লেগে থাকে। স্কুলে ডুকতে খুব কষ্ট হচ্ছে।
রাস্তা দিয়ে স্কুলে আসতে খুব ভয় করে। লড়ি বন্ধের জন্য বড় স্যারদের দৃষ্টি
আকর্ষণ করেছেন এ খুঁদে শিক্ষার্থী। উপজেলা ঘেরাও কর্মসূচী’র ব্যাপারে ইউএনও
ফারজানা খানম প্রতিনিধিকে জানান, আমি ছুটিতে ছিলাম। লড়ি ট্রাক্টর একটি
নির্দিষ্ট সকাল ৮ হতে বিকাল ৫টা পর্যন্ত চলাচলের নির্দেশনা ছিল আমার
অনপুস্থিতিতে এই নির্দেশনা অনেকেই অমান্য করেছে। কিন্তু এখন থেকে লড়ি
ট্রাক্টর চললে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।