নাটোর প্রতিনিধি
নাটোর রাজবাড়িতে ছিনতাইয়ের অভিযোগে ওসামা-বিন-আবিদ (১৮) নামে এক যুবককে একমাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকেলে শহরের মাদ্রাসা মোড় থেকে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) আবু হাসান তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আবিদ নাটোর শহরের বড়হরিশপুর এলাকার সৈয়দ আবিদুর রহমান মুক্তার ছেলে।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) আবু হাসান জানান, নাটোর রাজবাড়ীর মধ্যে একদল স্থানীয় বখাটে যুবক এক দ¤পতির নিকট থেকে কিছু টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে ওই দ¤পত্তির অভিযোগের প্রেক্ষিতে এবং সিসিটিভির ফুটেজ দেখে অপরাধী চক্রের এক সদস্যকে কৌশলে মাদ্রাসা মোড় থেকে আটক করা হয়। পরে অপরাধ মূলক বল প্রয়োগের জন্য দন্ডবিধি অনুযায়ী মোবাইল কোর্ট আইন ২০০৯ এর আওতায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
আবু হাসান জানান, নাটোর রাজবাড়ীকে একটি নিরাপদ এবং ঐতিহাসিক জায়গায় হিসেবে তুলে ধরার জন্য বাঁকি অপরাধীদের আটকের চেস্টা চলছে .