ইয়ানূর রহমান : ফুলেল শুভেচ্ছা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে যশোর
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।
বুধবার দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমিক ভবনের গ্যালারিতে এ নবীনবরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল এবং শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেওয়া হয়।
দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রয়োজন ও গুরুত্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের খুলনা অঞ্চলের প্রধান আবু সাঈদ মো.আব্দুল মান্নাফ।
তিনি বলেন, ‘শিক্ষার পরিবেশসহ সব দিক দিয়ে বাংলাদেশে যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেগুলোর মধ্যে অন্যতম। এই প্রতিষ্ঠানে আমার সন্তানকে পড়াতে পারলে ধন্য হবো। আমি নিশ্চিত অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীরা পড়াশোনাসহ সব দিকে বেশি সুবিধা
পাবেন।’
সভাপতির বক্তব্যে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, প্রভাষক উত্তম গোলদার, শাহনাজ আক্তার, এ এইচ এম শাহরিয়ার, প্রথম ব্যাচের শিক্ষার্থী বেলাল হোসেন, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জুলি, তৃতীয় ব্যাচের শিক্ষার্থী সুজুকি মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মীম। অনুষ্ঠানে প্রথম ব্যাচের শিক্ষার্থী নেওয়াজ মাহমুদের তৈরি করা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ওপর একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
সহকারী পরিচালক (জনসংযোগ) মো. হায়াতুজ্জামান এই তথ্য দিয়েছেন।