পাবনায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার সম্পর্কিত বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী সম্মেলন কক্ষে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর অর্থায়নে রুপান্তর ও পাবনা প্রতিশ্রতি এর ব্যবস্থাপনায় পাবনা জেলা এডভোকেসি কমিটির আয়োজনে প্রকল্প বাস্তবায়ন পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আয়োজক সুত্রে জানাযায়- পাবনায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক প্রকল্প বাস্তবায়নে আর্ন্তজাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর অর্থায়নে বেসরকারি সংস্থা খুলনার রুপান্তর ও পাবনার পাবনা প্রতিশ্রতি এর ব্যবস্থাপনায় পাবনা জেলা এডভোকেসি কমিটি গঠিত হয়। পাবনা জেলা এডভোকেসি কমিটি ২ মাস ব্যাপী পাবনায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক সর্ম্পকিত বিষয়ে প্রচারাভিযান, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা সভা, গোলটেবিল বৈঠক, বিভিন্ন গালর্স স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের সচেতনা বৃদ্ধি সংক্রান্ত কার্যক্রম, সরকারি এডওয়ার্ড কলেজে সচেতনীকরণ কনসার্ট, সংবাদ সম্মেলন সহ নানা কর্মসুচী পালন করে। রবিবার বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নিরাপদ ইন্টারনেট ব্যবহার সম্পর্কিত বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে ব্যান্ড ফেস্টিভাল ২০২০ অনুষ্ঠিত হয় এসময় ব্যাপক জনসমাগম ঘটে। দেশের প্রতিষ্ঠিত ৪টি ব্যান্ড দল অংশ গ্রহন করে।
পাবনা জেলা এডভোকেসি কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো. আব্দুল মতীন খার এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মুল বক্তব্য উপাস্থাপন করেন সদস্য সচিব মুসতাবা আব্দুল আহাদ, এসময় উপস্থিত ছিলেন-ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মো. মাসুদ আহমেদ, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, রুপান্তরের ব্যাপস্থাপক তসলিম আহমেদ টংকার, ইমাম গাযযালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহমেদ শরীফ ডাবলু, আদর্শ গার্লস স্কুল এর প্রধান শিক্ষক মো. আমান উল্লাহ প্রমূখ।