বিশ্বনাথ প্রতিনিধি :: কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
তিনি বলেন, ছাত্রলীগকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস কখনও সম্পন্ন হবে না। বাঙালী জাতির যত অর্জন আছে, এর সবগুলোতেই রয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ অবদান। স্বাধীন বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গঠন করে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগকে। দেশ, জাতি ও রাষ্ট্রের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। পাশাপাশি আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে সৎ, যোগ্য ও ত্যাগী কর্মী হিসেবে গড়ে তুলতে হবে।উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্যের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট।বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আলী আহমদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, অলংকারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, ছাত্রলীগ নেতা মাছুম আহমদ, জাকির হোসেন মামুন।এসময় উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, আওয়ামী লীগ নেতা শেখ নূর, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, সহ সভাপতি সাহাব উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সম্পাদক আজাদ মিয়া, সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আকমল হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সাহেল আহমদ, যুগ্ম সম্পাদক জামাল আহমদ, সাংঠনিক সম্পাদক কামরান আহমদ, মাসুদ আহমদ, জাবেদ হাসান আবদার, বিশ্বনাথ সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহমদ খান, অলংকারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদ, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, কবির আহমদ, হিমেল আহমদ, দিলোয়ার আহমদ, তোফায়েল আহমদ, আবিদুর রহমান আবিদ, ইসলাম উদ্দিন, মাজহারুল ইমন, জাহাঙ্গীর আলম, এস এম সুহিন, শিপন আহমদ, কয়েছ মিয়া, সাইফুর রহমান, লায়েক আহমদ অভি, রানু মালাকার, আল-আমিন, ফখরুল ইসলাম, ইমন আহমদ, শাহীন আহমদ প্রমুখ।