খেলোয়ারদের কৃতিত্বের কারণে দেশের সুনাম বৃদ্ধি পায় – এমপি জলি

সোহেল রানা ঃ বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও খেলা ধুলায় ব্যাপক উন্নতি ও প্রসার ঘটেছে। যুব সমাজ আজ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি নিজ নিজ এলাকায় খেলা ধুলা প্রতিযোগিতার মাধ্যমে কিশোর ও যুবসমাজকে মাদকের মত মরণ নেশা থেকে ফিরে আনার কাজ করে যাচ্ছে। সমাজের সচেতন মানুষের পাশাপাশি সরকার বিভিন্ন খেলার সামগ্রি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বিতরণ করছে। যাতে করে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলা ধুলায় পারদর্শী হতে পারে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত (মুজিব বর্ষ) বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে গতকাল বাংলাদেশ কৃষকলীগ পাবনা জেলা শাখার আয়োজনে শেখ রাসেল স্মৃতি কিশোর ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সদস্য ও পাবনা সিরাজগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদার, জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিকুর আলম তৌফিক এর পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন, পাবনা পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমন, দাদু মোটরর্স এর সত্তাধিকারী রেজাউল করিম শরিফ, পাবনা সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন মোল্লা, পৌর ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন দুলাল, পৌর ১১নং ওয়ার্ডের সভাপতি রওশন আলী বিপুল, সাধারণ সম্পাদক সানাউল হক সানু, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল হোসেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ ও ফুটবল প্রেমী অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন। টুর্ণামেন্টে পাবনা জেলাসহ বিভিন্ন উপজেলার মোট ১৪টি দল এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করবে। টুর্ণামেন্ট আগামী ১৮ জানুয়ারি চুড়ান্ত খেলার মাধ্যমে সমাপ্তি ঘটবে। উদ্বোধনী খেলায় সাঁথিয়া উপজেলার শাহিন স্পোটিং ক্লাব বনাব ঈশ্বরদী রেড সান স্পোটিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় সাঁথিয়া স্পোটিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে ঈশ্বরদী রেড সান স্পোটিং ক্লাব বিজয় হয়। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন পাবনা জেলা ছাত্রলীগ ও সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগ। তত্ত¡বধানে জেলা ক্রীড়া সংস্থা ও আঞ্জুমান মফিদুল ইসলাম পাবনা।