সিরাজগঞ্জ-৩ আসনকে মাদকমুক্ত ঘোষনা করলেন- অধ্যাপক আ: আজিজ

সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ বলেছেন,মাদক ব্যবসায়ী ও সেবীরা সমাজের শত্রু। তাই মাদককে না বলুন।মাদক সেবীদের হাতে মা বাবা সন্তানসহ  অনেক স্বজন খুন হচ্ছে।তাদের কারনেই সমাজে অপরাধ প্রবনতা বেড়ে যায়। এ থেকে  নিস্তার পেতে হলে পরিবার তথা সমাজকে সচেতন হতে হবে।মাদকের সাথে জড়িতদের কোন ক্রমেই ছাড় নয়। সংসদ সদস্য হিসেবে এক বছর পূর্তি ও রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা থানা এলাকাকে মাদকমুক্ত ঘোষনা উপলক্ষে শুক্রবার বিকেল ৪টায় সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা  বলেন। এর আগে অসহায় ও দরিদ্র রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরন ক্যাম্পের উদ্বোধন করেন।সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব  রায়হান গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভুর পরিচালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: ইমরুল হোসেন তালুকদার,তাড়াশ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো.আব্দুল হক,সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার,রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদী আলমাজী জিন্নাহ,তাড়াশ ও সলঙ্গা থানার অফিসার ইনচার্জ সহ সিরাজগঞ্জ -৩ আসনের আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ বরেণ্য শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।