পাবনা জেলা প্রশাসন বুধবার চাটমোহরে ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ২টি উচ্ছেদ এবং ২টিকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে।
পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, অবৈধ ইটভাটা বন্ধে পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রদীপ্ত রায় দীপনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, পাবনা পুলিশের সমন্বয়ে পাবনা জেলার চাটমোহর উপজেলার কামালপুর, বোয়ালমারি, গুনাইগাছা ও কয়রাপাড়া এলাকায় অবস্থিত মেসার্স এ কে বি ব্রিকস, মেসার্স এ আর টি ব্রিকস, মেসার্স সিটিবি ব্রিকস ও মেসার্স কে এস বি ব্রিকস নামক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৪, ও ৮ ধারা লংঘনের দায়ে মেসার্স মেসার্স কে এস বি ব্রিকস ও মেসার্স সিটিবি ব্রিকস জিগজাগ ইটভাটাকে দেড় লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অপর ২টি সনাতন পদ্ধতির ফিক্সড চিমনীযুক্ত ইটভাটাকে এস্কাভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আরও জানান, এ সব অবৈধ ইটভাটা জেলা প্রশাসন, পাবনা, পরিবেশ অধিদপ্তর ইটভাটাগুলি পরিবেশ অধিদপ্তর হতে পরিবেশগত ছাড়পত্র, জেলা প্রশাসন হতে ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালনা করা হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ইটভাটার অবস্থান গ্রহণযোগ্য নয়। অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসন, পাবনা, পরিবেশ অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। পাবনা জেলার জেলা প্রশাসক, জনাব কবীর মাহমুদ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।