নাটোরে সভাপতি-সম্পাদক বিরোধে সাংগঠনিক কাজে অনিশ্চয়তা ছাত্রলীগে

নাটোর সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি সোহানুর রহমান সুরুজ ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলের পারস্পরিক বিরোধে সাংগঠনিক কর্মসূচী পালন নিয়ে অনিশ্চয়তা সৃৃষ্টি হয়েছে। দুই নেতা সাংগঠনিক সিদ্ধান্তে ঐক্যমতে আসতে পারছেন না। পরস্পর বিপরীত মেরুতে অবস্থান নেয়ার তাদের অন্তর্গত ইউনিটের নেতাকর্মীরা বিভ্রান্তিতে পড়ছেন।
জানা যায়, আগামী ৪ঠা জানুয়ারী ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার(২৯শে ডিসেম্বর) বিশেষ প্রস্ততি সভা করার ঘোষণা দিয়ে গত ২৭শে ডিসেম্বর বিজ্ঞপ্তি দেন উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক নুরুজ্জামান নুর। একদিন পর গত শনিবার (২৮শে ডিসেম্বর) সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল পাল্টা বিজ্ঞপ্তিতে প্রস্ততি সভা স্থগিত করেন। এতে অন্য নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন সভা নিয়ে। এ নিয়ে কিছুটা উত্তেজনার মধ্যেই নেতাকর্মীদের নিয়ে শহরের কান্দিভিটুয়াস্থ দলীয় কার্যালয়ে প্রস্ততি সভা করেন সভাপতি সোহানুর রহমান সুরুজ। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফলতার সাথে পালনে কর্মীদের দিক নির্দেশনা দেন তিনি। এছাড়া সভা থেকে মুজিববর্ষ উদযাপনে সদর উপজেলা ছাত্রলীগের সম্ভাব্য কর্মসূচী সম্পর্কে আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলু, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হৃদয় অভি, আসাদুজ্জামান আশিক, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অন্তর দাস, সাংগঠনিক সম্পাদক ইমরান খান প্রমুখ।
সভায় সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলের অনুপস্থিতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতাকর্মীরা। সদর ইউনিটকে জেলার সবচেয়ে সক্রিয় ছাত্রলীগ ইউনিট দাবী করে আগামীতে প্রতিটি কর্মসূচীতে সভাপতি ও সম্পাদকের অংশগ্রহণ নিশ্চিতের আহবান জানিয়ে জেলা কমিটির নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করে বক্তব্য দিয়েছেন ছাত্রলীগ কর্মীরা।
প্রস্ততি সভায় অনুপস্থিতির প্রসঙ্গে সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল দাবী করে বলেন, ‘আমার সাথে আলোচনা না করে একক কর্তৃত্বে প্রস্ততি সভার তারিখ নির্ধারণ করেছেন সভাপতি। তাই সভায় অংশ নিই নি।’
সভাপতি সোহানুর রহমান সুরুজ বলেন, ‘২৫শে ডিসেম্বর সকল উপজেলা ও পৌর কমিটির যৌথ সভায় প্রতিটি উপজেলা ইউনিটকে নিজেদের প্রস্ততির জন্য আহবান জানিয়ে সভা করতে নির্দেশনা দেন জেলা ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ। সময় স্বল্পতায় তাই ৩ দিনের নোটিশে সদর ইউনিটের সভা আহবান করেন দপ্তর সম্পাদক। যেহেতু সাধারণ সম্পাদকও ওই যৌথসভায় উপস্থিত ছিলেন তাই জেলা কমিটি ব্যতীত অন্য কারো নির্দেশে সভা আহবান বা স্থগিত হতে পারে না।’
জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান জেমস এ প্রসঙ্গে বলেন, সভাপতি-সম্পাদকের দুরুত্বে কর্মীরাও যেমন বিভ্রান্ত, আমরাও তেমন বিব্রত। দুইজনকেই কারণ দর্শনানোর চিঠি দেয়া হবে সংগঠনের পক্ষ থেকে। দ্রুত বিরোধ মীমাংসার উদোগ নেয়া হবে।