ঈশ্বরদীতে মাদক বিরোধী ব্যান্ড ফেস্ট ও ব্লাড ডোনেশন ক্যাম্পের প্রস্তুতি নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
মাদক বিরোধী সংগঠন ‘মানাব’-এর আয়োজনে ঈশ্বরদীতে বৃহৎ পরিসরে মাদক বিরোধী ব্যান্ড ফেস্ট ও ব্লাড ডোনেশন ক্যাম্পের প্রস্তুতি নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে মানাব। গতকাল সোমবার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মানাব সভাপতি মাসুম পারভেজ কল্লোল বলেন, মাদক হতে তরুন সমাজকে দূরে থাকতে উৎসাহিত করতে এবং মাদক বিরোধী জনসচেতনতা আরো বেশি করে সমাজে ছড়িয়ে দিতে তাদের এই ব্যান্ড ফেস্ট এর আয়োজন। আগামী ১৭ জানুয়ারী বিকেলে ঈশ্বরদী এসএম মডেল সরকারী স্কুল এন্ড কলেজ মাঠে এই ব্যান্ড ফেস্ট ও ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালে ঈশ্বরদীতে মাদক কে না বলি ‘মানাব’ নামের এই সংগঠনের যাত্রা শুরু। সংগঠনটি প্রতিবছর মাদক বিরোধী কনসার্টসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক থেকে দুরে থাকতে তরুন ও যুব সমাজকে উৎসাহিত করে আসছে। সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল হোসেন রুবেলসহ সদস্যদের মধ্যে রুবাইত ফেরদৌস সেতু, আব্দুল্লাহ বিন মাসুদ সিফাত, আবির হাসান, রিশান, অপু রায়, খালেদ মাহমুদ মুন, মাহবুবুর রহমান রিয়াদ, আরিক ইসলাম, আনিছুর রহমান নয়ন, জয় মোহাম্মদ ইউছুফ প্রমুখ উপস্থিত ছিলেন।