রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর চায়না নববর্ষ উদযাপন

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে চায়না নববর্ষ উদযাপন উপলক্ষে নাচ গানের মধ্যদিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষরা কর্মসুচি পালন করেছেন। গতকাল বুধবার সকালে উপজেলার কান্তপাশার গ্রামে এই আয়োজন করা হয়। আয়োজনে সহযোগিতা করে পরিবর্তন রাজশাহী, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি)। এই উদ্যোগটি সাংস্কৃতিক সম্পর্ক জোরদার এবং টেকসই বাংলাদেশের জন্য নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ প্রচারের লক্ষ্যে একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ। নবায়ন, সমৃদ্ধি এবং টেকসই উন্নয়ন’ -প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী উৎসব এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ এবং নবায়নযোগ্য জ্বালানি সমাধান নিয়ে আলোচনা ছিল। আয়োজনে বক্তারা চীনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছোটন সরদার, জেলার সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, পরিবর্তন পরিচালক রাশেদ রিপন প্রমুখ। পরিবর্তন রাজশাহীর পরিচালক রাশেদ রিপন বলেন, এই অনুষ্ঠান রাজশাহীর সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করার পাশাপাশি জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি সমাধান গ্রহণের প্রতিশ্রুতি প্রদর্শন।#