আতাইকুলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা পুলিশ ৭ মাসের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামীকে গ্রেফতার করেছে। সে উপজেলার রঘুনাথপুর গ্রামের কামাল শেখের ছেলে মাদক ব্যবসায়ী হাফিজুল ইসলাম।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জুবায়দুল হক, এএসআই শাহআলম ফোর্সসহ অভিযান চালিয়ে বুধবার ভোর রাতে হাফিজুলের বাড়ী থেকে আটক করে। সে জিআর ২২/২০১৬ মাদক মামলার ৭ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। একই দিন পুলিশ পাবনা সদর থানার কচুয়া গ্রামের মন্টু প্রামানিকের ছেলে নান্টুকে অন্য মামলায় গ্রেপ্তার করে। তাদেরকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।