চরমিরকামারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোস্তফা কামালকে মারপিট করার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানব বন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ গেটে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ্বরদী শাখার পক্ষ থেকে মানব বন্ধন-সমাবেশ এর আয়োজন করা হয়। প্রায় দেড় ঘন্টা ব্যাপি অনুষ্ঠিত মানববন্ধন-সমাবেশে বক্তব্য দেন,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ হামিদ রানা,সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন,মাধ্যমিক শিক্ষক সমিতির সমিতির সভাপতি জমসেদ উদ্দিন,ইঞ্জিনিয়ার কবীরুল ইসলাম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন,শিক্ষক নেতা রেজাউস সেলিম,আরিফুল ইসলাম,সুজাতা ইয়াসমিন,কমিউনিষ্ট পার্টির পাবনা জেলার সাধারণ সম্পাদক আহসান হাবিব,পিটিএ সভাপতি আব্দুল করীম,রফিকুল ইসলাম,শরিফুল ইসলাম ও আসক নেতা শফিকুল ইসলাম। বক্তারা ৭২ ঘন্টার আল্টিমেটাম ঘোষনা করে বলেন,ঘোষিত সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেফতার করা না হলে সর্বস্তরের ঈশ্বরদীবাসীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। বক্তারা অভিযোগ করে বলেন,নিউএরার কর্মচারী ও বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাস বিদ্যালয়ের ১০ শতাংশ জমি নিউএরার নামে লিখে নিতে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে বিজয় দিবসের দিন প্রধান শিক্ষক আবু মোস্তফা কামালকে মারপিট করে আহত করে। পরে তারা চরমিরকামারী প্রাথমিক বিদ্যালয়ের সরকারী জমি আতœসাতের প্রচেষ্টা এবং জোর করে বিদ্যালয়ের গেটে নিউএরার প্রতিষ্ঠাতা মনঞ্জুর রহমানের মৃত ভাই আব্দুল লতিফ বিশ্বাসের ছবি স্থাপনের সাথে জড়িত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন।