কালিগঞ্জে ২৪ দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কালিগঞ্জ  অফিসার্স কল্যান ক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে ২৪ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে পিআইও মিরাজ সাদিক জুটি রানার্স আপ জুটি সাইফুল তাদেরকে পুরস্কার প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার্স ক্লাবের সভাপতি মোজাম্মেল হক রাসেলের  সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালনা করেন সহকারী  শিক্ষা অফিসার ও ক্লা‌বের ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আম্পায়ার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু ।প্রতিযোগিতা শেষে আনন্দঘন পরিবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদী বলেন আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি বাঁচিয়ে রাখতে উপজেলা পর্যায়ে একটি সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে হবে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে যুবসমাজকে কাজে লাগাতে হবে।তিনি আগামীতে আরো ভালো বড় ধরনের আয়োজন করার কথা ব্যক্ত করেন  উপজেলা চেয়ারম্যান থার্টি ফার্স্ট নাইট উদযাপনে ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের কথা বলেন পাশাপাশি সুন্দরবনকে ঘুরে দেখার জন্য তিন দিনব্যাপী ফ্যামিলি নিয়ে বনভোজনের আশ্বাস দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ।তিনি বলেন আমরা মহান বিজয় দিবসে ২০ বছর পর হে জনতা আরেকবার  মুক্তিযুদ্ধভিত্তিক নাটক করেছি আগামী একুশে ফেব্রুয়ারি মুনীর চৌধুরীর নাটক কবর মঞ্চস্থ হবে এজন্য প্রস্তুতি নিতে বলেছি ।তিনি আরো বলেন পয়লা জানুয়ারি ১০ কিলোমিটার ম্যারাথন দৌড় আয়োজন করব এজন্য আমার পক্ষ থেকে সকল সহযোগিতা থাকবে উপস্থিত সকলে করতালি দিয়ে সমর্থন জানান। এরপর রাতে খাবারের আয়োজন করা হয়