জুড়ীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ জুড়ীতে কন্টিনালা নদীতে পলো বাওয়া উৎসবে লিপ্ত জেলেরা, রুই কাতলা, বাউস, আইড় আর বোয়ালের লাগিয়াহেমন্ত কাল মাছ ধরার এক মওসুম। পেশাধার মাছ শিকারীরা বার মাস মাছ ধরার কাজে লিপ্ত থাকেন। তবে সৌখিন মৎস্য শিকারীদের মাছ ধরার মোক্ষম সময় হেমন্ত শীত কাল। বর্ষি, জাল ছাড়াও মাছ ধরার অন্যতম হাতিয়ার হচ্ছে পলো। সম্মিলিত ভাবে পলো দিয়ে মাছ ধরা একটি উৎসবও বটে।হেমন্তের শেষ দিন রোববার (১৫/১২) সেরকম একটি উৎসব হয়ে গেল মৌলভীবাজারের জুড়ীতে। উপজেলার কন্টিনালা নদীতে শুরু হয় পলো বাওয়া। শতশত পেশাধার, সৌখিন ও মাছ শিকারীরা পলো নিয়ে ঝাপিয়ে পড়েন নদীতে। কন্টিনালা সেতু থেকে শুরু করে রাবারড্যাম পর্যন্ত দীর্ঘ আনুমানিক ৫কিলোমিটার এলাকা জুড়ে পলো দিয়ে মাছ ধরা। মনোরম সে দৃশ্য উপভোগ করতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দুরদুরান্তের হাজার হাজার জনতা নদীর দু তীরে ভীড় জমান এবং মাছ ধরার দৃশ্য উপভোগ করেন । এ সময় সবার মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা-উৎসব আমেজ পরিলক্ষিত হয়।