কালিগঞ্জে মাসব্যাপী বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

আতিকুর রহমান, কালিগঞ্জ ::বিজয়ের মাসে মানবসেবার উদ্দেশ্য নিয়ে মাসব্যাপী বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদরে অবস্থিত লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতালের ৩য় বর্ষের পূর্তিতে প্রতিষ্ঠানটি মাসব্যাপী এই বিশেষ স্বাস্থ্যসেবার উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১ টায় লাইফ কেয়ার হাসপাতাল চত্ত্বরে পরিচালক ডা. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেণ হক রাসেল বলেন, স্বাস্থ্য সম্পর্কে সাধারণ জনগণ উদাসীন। এজন্য অযথা অনেক রোগ ভোগ করতে হয়। শুধুমাত্র সুন্দরভাবে হাত ধুয়ে খাবার খেলে অনেক রোগ থেকে মুক্ত থাকা যায়। বর্তমান সরকার মানুষের স্বাস্থ্যসেবা দিতে সর্বাত্মক চেষ্টা করছে। বেসরকারি স্বাস্থ্যব্যবস্থা পরিচালনার ক্ষেত্রেও সরকার অর্থ সহায়তা প্রদান করে থাকে। তিনি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানে আরও আন্তরিক ভাবে ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, আমি কালিগঞ্জ উপজেলাকে সবদিক থেকে উন্নত করতে চাই। উপজেলাবাসীর কল্যাণে কাজ করতে পারলেই আমি নিজেকে ধন্য মনে করবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রুহুল আমিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. মিলন কুমার ঘোষ, বিশিষ্ট চিকিৎসক এসএম মনিরুজ্জামান প্রমুখ। সেবা মাস উপলক্ষে ২০২০ সালের ৩১ জানুয়ারী পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি রোগীদের সবধরণের পরীক্ষার উপর শতকরা ২৫ ভাগ ছাড়াএবং ডায়াবেটিস, কিডনী, হার্ট, লিভার, গাইনী ও হরমোন সংক্রান্ত বিষয়ে অতি স্বল্পমূল্যে মেডিকেল চেকআপ করা যাবে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে।