মানবাধিকার দিবস উদযাপনের আরো খবর

চাটমোহরে মানবাধিকার দিবস উদযাপন

মোঃ হাসিনুর রহমান উজ্জ্বল, চাটমোহর অফিস, ১০ ডিসেম্বর ঃ ১০ ডিসেম্বর মঙ্গলবার পাবনার চাটমোহরে উপজেলা প্রশাসনের আয়োজনে মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুল হামিদ মাষ্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোছাঃ ফিরোজা পারভীন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে এম বেলাল হোসেন স্বপন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলামসহ উপজেলা পরিষদের অন্যান্য দফতরের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ “মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” এ ¯ে¬গানকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে আজ ১০ ডিসেম্বর সকালে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপৃর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মলি¬কা দে এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। বক্তব্য রাখেন- এডভোকেট কিশোরী পদ দেব সজল, ডা. রোকশানা অহি রাহি, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সালেহ এলাহি কুটি ও এডভোকেট নিয়ামুল হক প্রমুখ।

তাড়াশে বিশ্ব মানবাধিকার দিবস ও সম্মেলন অনুষ্ঠিত

সোহেল রানা সোহাগঃ
সিরাজগঞ্জের তাড়াশে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন তাড়াশ উপজেলা শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী তাড়াশ মহুরী অফিস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মহুরী অফিসে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য গাজী ম, ম, আমজাদ হোসেন মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব গাজী এ্যাড: আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড: রেজাউল করিম রাখাল, জেলা পরিষদের সদস্য হোসনে আরা পারভীন লাভলী, মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, সাইদুর রহমান সাজু, এস আলম, হোসনে আরা নাসরীন দোলন প্রমূখ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার তাড়াশ শাখার সভাপতি মীর হোসনে আরা বেগম (ডেইজি মিলন)। অনুষ্ঠানের ২য় পর্বে বিকেলে মানবাধিকার কমিশন তাড়াশ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পুনরায় মীর হোসনে আরা বেগম (ডেইজি মিলন) কে সভাপতি ও আবু বক্কার সিদ্দিক কে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।