রাজনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে আজ ১০ ডিসেম্বর। উক্ত অভিযানে নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো: ফখরুল ইসলাম এবং সহযোগিতায় ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন ও রাজনগর থানার পুলিশ ফোর্স। অভিযানকালে টেংরাবাজারে অবস্থিত মিলন কনফেকশনারীকে ১ হাজার টাকা, কুলাউড়া রোডে অবস্থিত রয়েল ফুডসকে ৩ হাজার, শাহজালাল পোল্ট্রি ফিডকে ৫ হাজার টাকা, দরগার সামনে অবস্থিত শাহজালাল ফুডসকে ১ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। উক্ত অভিযানে খাদ্য পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ, উৎপাদনের তারিখে উল্লেখ্ না থাকা, পচা বাসি ফাস্ট ফুড জাতীয় খাদ্য বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও পশুরোগ বিষয়ক ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।