পাকশীতে মানববন্ধন সমাবেশ স্টাফ

রবিবার দুপুরে পাকশী আমতলায় পাকশীর রেলওয়ে জমি ও বাসা বাড়িতে বৈধ-অবৈধভাবে বসবাস কারীদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাকশীতে রেলওয়ে জমি ও বাসা বাড়িতে বৈধ-অবৈধভাবে বসবাস কারীদের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন-সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে হেলাল উদ্দিনের সভাপতিত্বে অন্ধ পিতার মেয়ে ও শিক্ষার্থী রুপা খাতুন,হাওয়া বেগম,নিজামুল ইসলাম,হজ বিশ্বাস বক্তব্য দেন। বক্তারা প্রধান মন্ত্রীর নিকট অনুরোধ করে বলেন,আমরা স্বাধীনতার পর থেকে পাকশীতে পরিবার পরিজন নিয়ে বসবাস করছি। অনেকের পিতা-মাতার কবর রয়েছে পাকশীত্।ে তারা বারো লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে যেভাবে আশ্রয় দেওয়া হয়েছে এদেশের মানুষ হিসেবে তাদেরকেউ সেভাবে পুনর্বাসন করার জন্য প্রধান মন্ত্রীর নিকট দাবি করেছেন উচ্ছেদেরে মুখে পড়া পাকশীর শত শত পরিবারের সদস্যরাও। উল্লেখ্য,গত ২৬ নবেম্বর রেলওয়ের পক্ষ থেকে পাকশী এলাকার রেলওয়ে কোয়ার্টার ও কোয়ার্টার এলাকায় অবৈধভাবে বসবাসকারীদের সরে যাওয়ার নোটিশ দেওয়ার ১১ দিনের মাথায় আজ রবিবার এসব কর্মসুচি পালন করা হলো।