গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় আমন ধান সংগ্রহে প্রস্তুতকৃত তালিকা হতে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে লটারি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, সহকারি কমিশনার (ভূমি) মো. রাসেল মিয়া, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ফজলুল করিম, খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া, ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম আলম, উম্মে ছালমা প্রমূখ। লটারি অনুষ্ঠানে, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, কৃষক, সুধীজন উপস্থিত ছিলেন। লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের নিকট থেকে বিধি মোতাবেক ধান সংগ্রহ করা হবে। চলতি মৌসুমে ৩ হাজার ২৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ২৬ টাকা দরে ক্রয় করবে সরকার। আগামী ২২ ফেব্রয়ারী পর্যন্ত ধান সংগ্রহ চলবে। একজন কৃষক কমপক্ষে ৪৮০ কেজি হতে এক মেট্রিক টন ধান গুদামে দিতে পারবে। সরকারি পরিপত্র মোতাবেক লটারির মাধ্যমে কৃষকদের নিকট থেকে ধান নেয়া হবে।