মৌলভীবাজারে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

মৌলভীবাজারে বাহারমর্দান সমাজ কল্যাণ সমিতির উদ্যাগে ৬ষ্ট বারের মত প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা বাহারমর্দান জয়গুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আজ ৬ ডিসেম্বর সকালে। মেধা যাচাই পরীক্ষা-২০১৯ইং উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩২টি কেজি স্কুল ও ১৫টি মাদ্রাসাসহ মোট ৫৯৭জন ছাত্র-ছাত্রী অংষ গ্রহন করে। এ সময় । মেধা যাচাই পরীক্ষা পরিদশন করেন- সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর ছোট পুত্র বিশিস্ট সমাজ সেবক সফিউর রহমান বাবু, বাহারমর্দান জয়গুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিঠির সভাপতি আবুল কাশেম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ রুপিয়ান, আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল আউয়াল, সমাজ কল্যাণ সমিতির সভাপতি মঞ্জ হক, সাধারন সম্পাদক আব্দুস সোবহান রাসেল, পরীক্ষা পরিচালনা কমিঠির আহবায়ক রাহী আহমদ, এলাকার শিক্ষানুরাগী, ক্লাব উপদেষ্টা মন্ডলী, কার্যকরী কমিঠি ও সাধারণ কমিঠির সকল সদস্যবৃন্দ, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকবৃন্দ।