বাইসাইকেলে চালিয়ে ভারতীয় দুই যুবক মৌলভীবাজার

“লাগেনা জল,লাগেনা তেল,চালাও সাইকেল” শ্লোগানকে সামনে রেখে ভারতের কলকাতা শহর থেকে বাইসাইকেল চালিয়ে মৌলভীবাজার এসে পৌছেছেন গত ৫ ডিসেম্বর কলকাতা দক্ষিন চব্বিশ পরগনার কাপরেজিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরৎ চন্দ্র নাস্কার ও একজন সফল ব্যাবসায়ী হিসাবে পরিচিত মুখ সুব্রত দাস। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্ক বজায় রাখতে বাইসাইকেল নিয়ে তাদের এই ভ্রমণ। গত ১ ডিসেম্বর বেনাপোল থেকে মাগুরা, ঢাকা থেকে নাজিরপুর হয়ে বাইসাইকেল চালিয়ে মৌলভীবাজারে এসে পৌছেন। স্থানীয় দৈনিক মৌমাছি কন্ঠ অফিসে একান্ত আলাপকালে শরৎ চন্দ্র নাস্কার ও সুব্রত দাস বাংলাদেশের সকল নাগরিককে অভিন্দন ও ধন্যবাদ জানিয়ে বলেন- সিলেটের তামাবিল সীমান্ত পর্যন্ত বাইসাইকেল চালিয়ে পরে কলকাতাতে ফিরে যাবেন। মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির এডমিন রাজীব দে অনিক জানান- ভারত ভ্রমণকালে এই দুই সাইক্লিস্ট তাকে অনেক সহায়তা করেছেন। তারা দুজনই অনেক বন্ধুসুলভ মানুষ। বর্তমানে আমার বাসায়ই থাকবেন।