“পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি-কৈশরকালীন মাতৃত্বরোধ করি” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহা: মোজাম্মেল করিম, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক দাশ পবিত্র, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেক প্রমুখ।
এসময় বক্তারা, বাল্য বিবাহ রোধ, কৈশরকালীন মাতৃত্বরোধ, মাতৃকালীন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন ও গ্রাম অঞ্চলে এ্যাডভোকেসী সভা করে জনগণকে সচেতন করার আহŸান জানান।