শাহজাদপুরে লাইসেন্স বিহীন ভেজাল শিশুখাদ্য প্রক্রিয়াজাত করণ, অবৈধ্যভাবে বিএসটিআইয়ের লোগো ব্যাবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় ভ্রাম্যমান আদালত এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ও বিপুল পরিমান ভেজাল শিশুখাদ্য এবং বিএসটিআইয়ের লোগো সম্বলিত লেভেল ধ্বংস করা হয়েছে। জানা যায় বুধবার উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার নেতৃত্বে ও শাহজাদপুর থানার অফিসার আনচার্জ আতাউর রহমান সংগীয় ভ্রাম্যমান আদালত পৌর সদরের চোরুয়াপাড়া মহল্লার একটি বাড়ীতে মাম মার্কেটিং কোম্পানি নামের একটি অনুমোদনহীন কোম্পানির ১ লক্ষটাকা জরিমানা করেন ও চকলেট,জুসসহ বিপুল পরিমান ভেজাল শিশুখাদ্য এবং তৈরীকৃত লেভেল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন । এসময় ওই কোম্পানির কার্যক্রম বন্ধ ঘোষনা করেন ইউএনও শামসুজ্জোহার ভ্রাম্যমান আদালত । এলাকাবাসী জানান, এরা দীর্ঘদিন ধরে ভেজাল খাদ্য তৈরী ও বাজারজাত করে আসছিলো।