না বলা কথাগুলো
না বলা কথাগুলো তাঁরার রথে
হোঁচট খাওয়া চাঁদ
ভেজা পাখির পালক ডানায়
সোনা রোদের ঝাঁঝ।
না বলা কথাগুলো বালিশের ঠোঁটে
গভীর দু’চোখে।
না বলা কথাগুলো স্বপ্ন কুঁড়ানী
ফেরারী সুখে
পদ্ম সাগর বুকে
তোমাকেই খুঁজে খুঁজে।
না বলা কথাগুলো বসন্ত
খড়ায় উদাসী হাওয়া।
না বলা কথাগুলো
শুন্য দু’হাতে বিরহে
ফিরে পাওয়া।
অরণ্যে গভীর শোকে
দু’চোখে তপ্ত খড়া
আগুন লাগা কৃষ্ণচূড়া
বিরহে বর্ষা হাসে,
জাগেনি সবুজ ঘাসে।
চন্দ্রে গ্রহণ লাগে,
নীরব আঁধার সাঁঝে।
পাখিরা উদাস মেঘে,
অরন্যে গভীর শোকে।