সিরাজগঞ্জের তাড়াশে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০১৯-২০ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এল,এস,ডি কার্যালয় চত্বরে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০১৯-২০ উদ্বোধন করা হয়। জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে তাড়াশ উপজেলার প্রান্তি কৃষকদের নিকট থেকে ২হাজার ৪শত ৫২ মেঃ টন অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ করা যাবে এবং মিটারে শো করে এমন ধান যার প্রতি কেজি ১৬টাকা করে প্রতি মন মূল্য ১ হাজার ৪০টাকায় ক্রয় করা হবে। এ অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০১৯-২০ উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তাড়াশ বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান,মহিল ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম,উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার,খাদ্য নিয়ন্ত্রক অফিসার রফিকুল ইসলাম, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান, উপজেলা রাইচ মিল মালিকের সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ।