এক রাতেই পা ফাটা দূর করবে ‘পেঁয়াজ’

অনেকেই পা ফাটার সমস্যায় ভুগেন। তবে শীতে এর প্রবণতা একটু বেশি থাকে। অনেক কিছু করেই এর থেকে রক্ষা পেতে চান নিশ্চয়! তবে স্থায়ীভাবে এর থেকে রক্ষা পাওয়া কঠিন।
কঠিন হলেও অসম্ভব কিছু নয়। খুব সহ’জ একটি উপায়ে এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। তাও ঘরোয়া উপায়ে। পেঁয়াজ প্রতিটি রান্না ঘরেই থাকে। আর এই পেঁয়াজ ব্যবহারেই মিলবে সমাধান। চলুন তবে জেনে নেয়া যাক এর ব্যবহার পদ্ধতি-

প্রথমে পা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখু’ন ১০ মিনিটের মতো। এরপর পা খুব ভালো’ভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিন। পরিষ্কার করা হয়ে গেলে পা খুব ভালো করে মুছে নিন। তারপর একটি পেঁয়াজ থেকে এর রস বের করে নিন। এবার পায়ের ফাটা স্থানে পেঁয়াজের রস ঠিকভাবে লাগিয়ে নিন। রাতে ঘুমানোর আগে এই পদ্ধতিটি অনুসরণ করলে মাত্র এক রাতেই ভালো ফলাফল পাওয়া যাবে।