কমিশন বাড়ানো ও পেট্রল পাম্প স্থাপনে পরিবেশ অধিদপ্তর ও কলকারখানা পরিদর্শন প্রতিষ্ঠান অধিদপ্তরের লাইসেন্স নেয়া বাতিলসহ ১৫দফা দাবিতে রাজশাহীর বাগমারা উপজেলায় ধর্মঘট শুরু করেছেন পেট্রল পাম্প মালিক ও শ্রমিকরা। ফলে (০১ ডিসেম্বর) রবিবার সকাল ৬টা থেকে পেট্রল পাম্পগুলোতে জ্বালনি তেল বিক্রি কন্ধ রয়েছে। যার ফলে জ্বালানি তেল না পেয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকরা পড়েছেন বিপাকে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সড়গাছি এলাকায় অবস্থিত তাহেরপুর ফিলিং স্টেশনের সেলসম্যান বাবুসহ বাগমারা উপজেলার ককেকজন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ভোর ৬টা থেকে তারা ধর্মঘটে গেছেন। এই কারণে সকাল থেকেই ফিলিং স্টেশন গুলো থেকে আর কাউকে জ্বালানি তেল দেওয়া হচ্ছে না। তাদের দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানান তারা। পেট্রোল পাম্পে তেল নিতে আসা অলিফ হোসেন জনান, ধর্মঘটের খবর ফলাওভাবে প্রচার করা হয় নি। তাই আগে বিষয়টি বুঝতে পারেননি। যে কারণে সকালে পেট্রোল পাম্পে আসেন পেট্রোল নেওয়ার জন্য। কিন্তু পেট্রোল পাম্পে এসে দেখেন দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে পুরো এলাকা। বন্ধ করে দেওয়া হয়েছে জ্বালানি তেল বিক্রি। ফলে হঠাৎ করেই চরম দূর্ভোগে পড়েছেন তারা। এমন অবস্থায় খোলা বাজারেও পেট্রোল, অকটেন ও ডিজেল মিলছে না। কেবল অলিফ নন, তার মত কালাম,মামুন রাসেল,জলিলসহ অনেকেই আজ পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। হঠাৎ করে জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট যানবাহন মালিকরাও পড়েছেন দুর্ভোগে। জ্বালানি তেল না পেয়ে অনেকেই যানবাহন চালাতে পারছেন না। আর এ কারণে রোববার সকাল থেকেই বিভিন্ন সড়কে যাত্রীবাহী যানবাহনের সংখ্যা কমে এসেছে।