চিরিরবন্দরে সড়ক সোলার লাইট স্থাপন কাজের শুভ উদ্বোধন

দিনাজপুরের চিরিরবন্দরে বন ও পরিবেশ মন্ত্রনালয়ের আওতাধীন জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর অর্থায়নে ও পিডিবিএফ এর বাস্তবায়নে সড়ক সোলার লাইট স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় রাণীরবন্দর বাজারে রুপালী ব্যাংকের সামনে এ কাজের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথী অর্থ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
নশরতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ শাহ্ এর সভাপতিত্বে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন পিডিবিএফ এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আমিনুল ইসলাম, ডকইয়াড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ লিমিটেড এর ক্যাপ্টেন মাহাবুবুর রশিদ(এল), পিডিবিএফ এর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জোতিষ চন্দ্র রায়,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.লায়লা বানু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আয়ুবর রহমান শাহ্,খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিউল আযম চৌধুরী, খানসামা উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড শামসুর রহমান পারভেজ, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন সরকার গোলাপ, জিএ পারভেজ,চিরিরবন্দর ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান সুণীল কুমার শাহ্, নশরতপুর ইউপি চেয়ারম্যান নুর ইসলাম নুরু, ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন,ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামসহআওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে প্রকল্পের সাফল্য কামনা করে দোয়া করা হয়। রাণীরবন্দর বাজারে রুপালী ব্যাংকের সামনে ১টি লাইট স্থাপনের মাধ্যমে উদ্বোধনী করা হয়। লাইটগুলি পরিবেশ বান্ধব ও কার্বন নির্গমন প্রতিরোধ সম্পন্ন। এছাড়া লাইটগুলি অটোমিটিক ভাবে অপারেট হয়ে থাকে।