সাগরে নৌকা ডুবে প্রাণ গেল বিশ্বনাথের তরুণের

ইউরোপ যাওয়ার স্বপ্ন ভঙ্গ হলো সিলেটের বিশ্বনাথের তরুণের। ভূমধ্যসাগর পথে মরক্কো থেকে স্পেনে যাওয়ার পথে গত সোমবার রাতে নৌকাডুবিতে বিশ্বনাথের যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আবু আশরাফ (১৮)। সে উপজেলার অলংকারি ইউনিয়নের পেছি খুরমা (বড়বাড়ি) গ্রামের আশিক মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই আবুল খায়ের। আবু আশরাফের করুণ মৃত্যুর সংবাদ শুনে বাবা-মা-সহ স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।সুত্রে জানা গেছে, মরক্কোর নাদুর থেকে নৌকায় করে প্রায় ৭৮ জন তরুণ স্পেনের ম্যালিনার উদ্দেশ্যে যাত্রা করে। ভুমধ্যসাগরে ইউরোপগামী তরুণবাহী নৌকাটি একসময় সাগরে ডুবে গেলে অনেকেই নিখোঁজ হন। এদের মধ্যে বিশ্বনাথের ১ তরুণসহ ৪ বাংলাদেশী তরুণের মৃত্যু ঘটে।নিহত আবু আশরাফের পারিবারিক সূত্রে জানাগেছে, প্রায় ১ বছর ২ মাস পূর্বে দালালের মাধ্যমে ইউরোপ যাওয়ার চুক্তি করেন আবু আশরাফের পরিবার। এতে ১৫লাখ টাকা দালালদের সাথে চুক্তি হয়। প্রথমে বাংলাদেশ থেকে আবু আশরাফ আলজেরিয়া যান। সেখান থেকে প্রায় ২০দিন আগে তিনি মরক্কোতে পাড়ি জমান। দালাল মরক্কো রেখে কয়েক দফা অবৈধ পথে ইউরোপ পাঠানোর চেষ্ঠা চালিয়ে ব্যর্থ হয়। সবশেষ গত সোমবার সাগর পথে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করেন আবু আশরাফ। এরআগের দিন রবিবার ইমুতে যাত্রার বিষয়টি দেশের পরিবারের কাছে ভয়েজ রেকর্ড পাঠান তিনি। এরপর থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। দক্ষিণ আফ্রিকায় থাকা তাঁর খালাতো ভাই গত মঙ্গলবার সকালে ফোন করে দেশে থাকা স্বজনদের জানান, মরক্কো থেকে স্পেন যাওয়ার পথে আবু আশরাফকে বহনকারী নৌকা ডুবে গেছে। পরবর্তিত্বে (২৮ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে স্পেনে থাকা এক আত্বীয় ফোন করে পরিবারকে নিশ্চিত করেন, সাগরে নৌকা ডুবে আবু আশরাফ মারা গেছেন এবং তার মৃতদেহ স্পেনের মেরিলা শহরের একটি হাসপাতালে রয়েছে।