পত্নীতলায় আটককৃত ৯ শিবির কর্মী আদালতে পাঠিয়েছে পুলিশ

নওগাঁর পত্নীতলা উপজেলায় আটককৃত শিবিরের ৯ নেতাকর্মীকে আদালতে পাঠিয়েছে পুলিশ

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়। এর আগে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সোমবার পত্নীতলার নজিপুর আল নূর ফোরকানিয়া মক্তবে গোপন বৈঠকের সময় শিবির কর্মীদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার জামগ্রাম এলাকার আবুল হোসেনের ছেলে মোত্তাকিন হোসেন, কাটাবাড়ী গ্রামের শরিফ উদ্দিনের ছেলে আব্দুলাহ আল মামুন, হাসেন বেগপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে মোত্তাদির রহমান, একই গ্রামের শামসুল আলমের ছেলে রাশেদ,পাটিচড়া গ্রামের বুলবুল হোসেনের ছেলে সাব্বির হোসেন, ধামইরহাট উপজেলার খেলনা গ্রামের উসমান আলীর ছেলে রেজোয়ান,চকময়েশ গ্রামের কছিম উদ্দিনের ছেলে আনোয়ার আলী, বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে শামসুল আলমের ছেলে হোসেন আলী, পোরশা উপজেলার নিতপুর কপালী মোড় এলাকার ঈব্রাহীমের ছেলে ইয়ামিন।
এদের মধ্যে পত্নীতলা উপজেলা শিবির সভাপতি রেজোয়ানসহ তিন জনের নামে নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

আলোচিত হলি আর্টিজান মামলার রায় ঘিরে আবারও সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসী কার্যক্রম চালানো হতে পারে ধারণা পুলিশের। জানান, তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।