“সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে এক আলোচনা সভা জেলা মহিলা সংস্থার অডিটোরিয়ামে অনুষ্টিত হয়েছে আজ ২৫ নভেম্বর সকাল ১১টায় । মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সভাপতিত্বে ও রেডিও পলিকন্ঠ ষ্টেশন ম্যানেজার মেহেদী সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), মৌলভীবাজার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম রোকেয়া চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন- জেলা তথ্য কর্মকর্তা মোঃ আব্দুস ছাত্তার। অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সম্মিলিত সামাজিক আন্দোলন এর সভাপতি, নাট্যকার খালেদ চৌধুরী প্রমুখ। জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন- সন্ত্রাসী, জঙ্গিবাদ, মাদক ব্যাবসায়ীদের স্থান বাংলার মাটিতে হবেনা। দেশকে এগিয়ে নিতে চাইলে আগে নিজেকে সচেতন করে গড়ে তুলতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ভাল কাজের প্রশংসা করতে হবে। সরকারের উদ্যাগকে কাজে লাগাতে হবে। বক্তারা সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহসহ বিভিন্ন বিষয় আলোচনা করেন।