রাজশাহীতে রাস্তা অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ

জাতীয় মজুরী কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারীর (পিপিপি) সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে রাজশাহী জুট মিলে শ্রমিক-কর্মচারীরা। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মহানগরীর উপকন্ঠ কাটাখালী এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এসময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান বলেন, শ্রমিকরা জাতীয় মজুরী কশিশন বাস্তবায়ন,সরকারি-বেসরকারি অংশীদারীর (পিপিপি) সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পি.এফ. গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ বিক্ষোভ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক শামীম হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাক হোসেন, সহ-সভাপতি আব্দুল আলীম, মাসুদসহ শ্রমিক-কর্মচারীরা প্রমুখ। এবিষয়ে কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, জুট মিলের শ্রমিক-কর্মচারীরা সকাল সাড়ে ১০ টার দিকে কাটাখালী এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এসময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।