সুন্দরগঞ্জে সরকারিভাবে আমন ধান সংগ্রহ শুরু

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সরকারিভাবে আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার মো. সোলেমান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলা উদ্দিন বসুনিয়া, খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহিদ হাসান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সমাজ সেবক সাদেকুল ইসলাম দুলাল, ব্যবসায়ী লুৎফর রহমান মুক্তা, কৃষক আতোয়ার রহমান প্রমূখ। পরে ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়। শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মো. এমদাদুল হক। চলতি মৌসুমে ৩ হাজার ২৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ২৬ টাকা দরে ক্রয় করবে সরকার। আগামী ২২ ফেব্রয়ারী পর্যন্ত ধান সংগ্রহ চলবে। একজন কৃষক কমপক্ষে ৪৮০ কেজি হতে এক মেট্রিক টন ধান গুদামে দিতে পারবে। সরকারি পরিপত্র মোতাবেক লটারির মাধ্যমে কৃষকদের নিকট থেকে ধান নেয়া হবে।