সুন্দরগঞ্জে মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
‘নারী পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নারী সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের এমএম ডাব্লিউ ডাব্লিউ প্রকল্পের আয়োজনে গতকাল সোমবার ধর্মপুর পি এন বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয় বনাম ধর্মপুর পিএন বালিকা উচচ বিদ্যালয়। বিতর্কের বিষয় ছিল সামাজিক নিরাপত্তাই নারীর প্রতি সহিংসতা রোধের একমাত্র উপায়। বিতর্ক অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার মাহমুদ হোসেন মন্ডল। বিচারক ছিলেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আশিকুর রহমান, বেলকা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ রুহুল কুদ্দুস বসুনিয়া, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ। এছাড়া উপস্থিত ছিলেন, ধর্মপুর পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, এমএম ডাব্লিউ ডাব্লিউ প্রকল্পের উপজেলা সমন্বয়কারি কৃষিবিদ জামাল উদ্দিন, টিডিসিও রুমা খাতুন, এফএফ মশিউর রহমান, শামীমা বেগম, গৌর চন্দ্র সরকার। বিতর্কে বিজয়ী হয় ধর্মপুর পিএন বালিকা উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের মৌসুমী আকতার। পরে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট তুলেদেন অতিথিবৃন্দ।