অবৈধ অনুপ্রবেশের দায়ে ঝিনাইদহে ৩০ জন আটক

রামিম হাসান,ঝিনাইদহ:

সম্প্রতি ভারত সরকার ঘোষিত আসাম রাজ্যে জাতীয় নাগরিক পুঞ্জি এনআরসি প্রকাশ করেছে। সেখানে নাম না থাকায় নির্যাতনের ভয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে জানিয়েছে বিজিবি ও জেলা প্রশাসন। 
অন্যদিকে গেল ২ সপ্তাহে এ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় বিজিবির হাতে আটক হয়েছে ২১৪ জন। এরমধ্যে আজ শনিবার (২৩ নভেম্বর) ৩০ জন আটক হয়েছে বিজিবি। এ দিয়ে মোট আটকের সংখ্যা দাড়ালো ২২৫ জন। 
আটকের মধ্যে ছয়জন পুরুষ, পাঁচ নারী এবং চারজন শিশু রয়েছে।  ঝিনাইদহ-৫৮ বিজিবি অতিরিক্ত পরিচালক মেজর কামরুল হাসান জানান, এনআরসি, নানা নির্যাতন, রাজনৈতিক প্রভাব সহ বিভিন্ন কারনে তারা ভারত থেকে বাংলাদেশে আসছে।  তিনি জানান,আটককৃতরা বিভিন্ন সময়ে ভারতে গিয়েছিল। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।