রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভা এলাকায় ইয়াবা হেরোইনের রমরমা ব্যবসায় অভিভাবক মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে। এলাকাতে দির্ঘদিন ধরে পুলিশী অভিযান পরিচালনা না থাকায় ইয়াবা ও হেরোইন ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। হাত বাড়ালেই পাওযা যাচ্ছে মরণ নেষা হেরোইন-ইয়াবা। যুবসমাজ জীবন বিনাশী ইয়াবা-হেরোইন সেবন করে বিপথগামী হচ্ছে, অন্যদিকে ব্যবসায়ীরা আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাচ্ছে। এলাকাবাসী সুত্রে জানাগেছে,তাহেরপুর পৌরসভার বিভিন্ন এলাকায় মরন নেষা হেরোইন,ইয়াবাসহ বিভিন্ন রকমের মাদক ব্যবসা চলে আসছে দির্ঘদিন ধরে। এবং নিম্ম আয়ের হেরোইন-ইয়াবা সেবীরা হেরোইনের টাকা যোগার করতে না পেরে তাহেরপুর পৌরসভার বিভিন্ন বাজারের দোকান-বাড়ীর তালা ভেঙ্গে নগদ অর্থসহ মালামাল ও গরু-ছাগল এবং ভ্যানগাড়ি,বাইসাইকেল দিনে দুপুরে প্রকাশ্যে চুরি করে নিয়ে গিয়ে মাদক ব্যবসায়ীদেরকে দিয়ে ইয়াবা ও হেরোইনের পুরিয়া কিনে নিয়ে সেবন করছে। মাদক ব্যবসায়ীরা চুরি হওয়া মালামালা কিনে শহরের বিভিন্ন যায়গায় কম দামে পাচার করছে। তবে একের পর এক গরু-ছাগলসহ এসব মালামালা চুরি হলে এবং পুলিশ প্রশাসনকে মুখিক অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা। হেরোইন খুরদের দফায় দফায় চুরি বেড়ে যাওয়া ও প্রশাসনকে বারবার অভিযোগ করেও প্রতিকার না পেয়ে এসব ঘটনাকে নিয়ম বলেই মেনে নিয়েছেন এষারকার এলাকাবাসী। এতে করে তাহেরপুর পৌরসভায় আইন শৃংখলার চরম অবনতি দেখা দিয়েছে অপরদিকে হেরোইনের রমরমা ব্যবসায় দিগুনহারে বেড়ে চলেছে। এদিকে গোয়ালকান্দি ইউনিয়নের রামরামার মাদক ব্যবসায়ীরা ইয়াবা ও হেরোইনের পুরিয়ার ব্যবসা জমজমাট ভাবে চালিয়ে যাচেছ। আর এই সকল নেষা উর্তি বয়সের তরুন ছেলেরা পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ছে এবং তারা সর্বসান্ত হচেছ। ব্যবসায়ীরা একই কায়দায় দফায় দফায় চুরি যাওয়া মালামাল ইয়াবা-হেরোইন দিয়ে কিনে নিচেছ। একাধিক সূত্রে জানা গেছে তাহেরপুর বাজার ও রামরামাতে এ সকল মাদক ব্যবসায়ীরা প্রশাসনকে ম্যানেজ করে মরন নেশা আরো কয়েকজন রাঘবোয়াল মিলে একটি ইয়াবা এবং হেরোইন সিন্ডিকেট গড়ে তুলেছে। এব্যাপারে তাহেরপুর পুলিশ ক্যাম্পের বর্তমান ইনচার্জ লুৎফর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,তাহেরপুর ও রামরামাতে কোনো রকম মাদক ব্যবসা হচ্ছে না বলে তিনি এড়িয়ে যান।