বীরগঞ্জে ওসি সাকিলা পারভীনের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ বিভাগিয় তদন্ত ১০ জনের স্বাক্ষী গ্রহন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেলে) অফিস স্মারকনং-১৪৪০ তারিখ-২৬/১০/২০১৯ইং মোতাবেক উপজেলার মহনপুর ইউনিয়নের চিলকুরা বীরচন্দ্রপুর গ্রামের আব্দুল গনির স্ত্রী মোছা. আমিনা ও সামসুল হকের স্ত্রী রাবেয়া বেগমের পুলিশ সদর দপ্তরে অভিযোগের পৃক্ষিতে ২৯ অক্টোবর বীরগঞ্জ সার্কেল অফিসে আরিফ, জাহাঙ্গীর, আলমগির, মাহাতাব, নূর জামাল, জয়নাল, সামসুল, আক্কাস ও সাহেরা খাতুনের সাক্ষাতকার ও তাদের কাছে লিখিত জবানবন্দি গ্রহন করেছেন মো. আব্দুল ওয়ারেশ।
উপজেলার মহনপুর ইউনিয়নের চিলকুরা বীরচন্দ্রপুর গ্রামের আব্দুল গনির স্ত্রী মোছা. আমিনা ও সামসুল হকের স্ত্রী রাবেয়া বেগম পুলিশ বিভাগিয় প্রধানের কাছে অভিযোগ করেন জমি সংক্রান্ত বিরোধের ধরে প্রতিপক্ষ নুরুল ইসলাম ও মোকলেছুর রহমানের কাছে মোটা অংকের ঘুষ নিয়ে ওসি সাকিলা পারভীনের নেতৃত্বে এসআই দুলাল হক ও এসআই তহিদুলসহ একদল পুলিশ তাদের গ্রামে গিয়ে গেটের দরজা ভেঙ্গে বাড়ীতে প্রবেশ করে ১০জন মহিলাকে গ্রেফতার মরিপিট ও আহত করে ৩০ হাজার ঘুষ আদায় বাধ্য করে তাদের সকলকে ছেড়ে দেয়।
বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, দাখিলকৃত অভিযোগটি সুষ্ট ও নিরপেক্ষ ভাবে অনুসন্ধানের নিমিত্তে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যথা সময়ে তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরন করা হবে।