নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে ‘জীবন সঙ্গী ম্যারেজ মিডিয়া’ নামের একটি ব্যাতিক্রমি সেবামুলক প্রতিষ্টানের যাত্রা শুরু হয়েছে। ২১ নভেম্বর বিকাল ৫টায় চাঁচকৈড় বাজারের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় (রেবা ডেন্টাল ক্লিনিকের পাশে) আনুষ্ঠানিকভাবে ওই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বিবাহযোগ্য পাত্রপাত্রীর মধ্যস্থতাকারী উক্ত প্রতিষ্ঠান (ঘটক/ঘটকালী) গুরুদাসপুরে এই প্রথম। এখানে বিবাহযোগ্য পাত্র কিংবা পাত্রী কিংবা তাদের অভিভাবক এলে নামমাত্র মুল্যে তাদের বায়োডাটা সংগ্রহ করা হয়। পরে কোন পাত্র কিংবা পাত্রী এক অপরের জীবন বৃত্তান্ত দেখে আগ্রহ প্রকাশ করলে পরিবারের সাথে যোগাযোগের মাধ্যমে সাক্ষাতের ব্যবস্থা ও উভয়পক্ষের সম্মতিতে বিয়ে সম্পন্ন করা হয়।
এ উপলক্ষে ‘জীবন সঙ্গী ম্যারেজ মিডিয়া’র ব্যবস্থাপনা পরিচালক কেএম রাকিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন চলনবিল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক দিবারাত্রীর নির্বাহী সম্পাদক এমএম আলী আক্কাছ। অন্যদের মধ্যে গুরুদাসপুর বার্তার সম্পাদক প্রভাষক সাজেদুর রহমান, গুরুদাসপুর সচেতন নাগরিক সংগঠনের সভাপতি ইমাম হাছাইন পিন্টু, ব্যবসায়ী আলহাজ¦ রুহুল আমিন, ঢাকাস্থ মদিনা ট্রেডিং কর্পোরেশনের ম্যানেজার আতিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে মোনজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আলমঙ্গীর হোসেন