শফিক আল কামাল (পাবনা) ॥ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র উদ্যোগে পাবনায় ইছামতি নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা আজ বুধবার (২০’ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় মুল বক্তব্য উপস্থাপন করেন বেলা রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় সান্যাল। পাবনা’র পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম (বিপিএমএম,পিপিএম)’র সভাপতিত্বে এবং ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনা’র সভাপতি এস এম মাহবুব আলম’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথিরি বক্তব্য দেন পাবনা’র জেলা প্রশাসক কবীর মাহমুদ। তিনি বলেন ইছামতি নদী উদ্ধার ও পানি প্রবাহ নিশ্চিত করণে পাবনা’র জেলা প্রশাসন সর্বদা আন্তরিক। সরকারি নির্দেশনা ও প্রয়োজনীয় বরাদ্দ আসলেই আমরা শীগ্রই কাজ শুরু করবো।
বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনা পওর সার্কেল তত্বাবধায়ক প্রকৌ. এস এম শহিদুল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মো. মকবুল হোসেন সন্টু, পাবনা’র অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. মোখলেছুর রহমান, মাহাতাব বিশ্বাস গ্রীন সিটির কর্ণধার বিশিষ্ট শিক্ষাবিদ মাহাতাব উদ্দিন বিশ্বাস, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, আন্তজার্তিক আনবিক শক্তি সংস্থা (আই.এ.ই.এ) ভিয়েনা অষ্ট্রেয়ার সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনা’র নির্বাহী প্রকৌ. কে এম জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম, ব্যাবসায়ী আবুল হোসেন খান মোহন, ট্রাক মালিক গ্রুপের সভাপতি শামসুর রহমান খান মানিক, পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌরসভার প্যানেল মেয়র তমা ইসলাম পুষ্প, সাহিত্য বিতর্ক ক্লাব পাবনা’র সভাপতি ড. মনছুর আলম, কৃষিবিদ জাফর সাদিক, ইমাম গাযযালী গালর্স স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, এমবিএ ফোরামের সভাপতি কবি আমিনুর রহমান খান, রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ওয়াই ডাব্লিও সি এ হেনা গোস্বামী, কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পী, মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুন্নাহার জলি, সূচিতা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পূর্ণিমা ইসলাম, ওয়াই ডাব্লিও সি এ এর হেনা গোস্বামী প্রমুখ। বক্তাগণ ইছামতি নদী উদ্ধার ও পানি প্রবাহের লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনা’র সহকারি পরিচালক মোশারফ হোসেন, পাইওনিয়ার ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ জেবুন্নেছা ববিন, শহীদ আহম্মদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজী, লার্নাস অর্গানাইজেশন নির্বাহী পরিচালক জাহানারা বেগম বিজলী, এনজিও কর্মি নাসরিন পারভীন, আলেয়া খাতুন, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু, সাংবাদিক হাসান আলী, মামুন হোসেন প্রমুখ।