এস এম আলম, ২০ নভেম্বর: পাবনায় পেশাদার গাড়িচালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বিআরটিএ পাবনা সার্কেল এর আয়োজনে সকালে পাবনা পুলিশ লাইন্স মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম। বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী আব্দুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত), মেডিকেল অফিসার ডা: মো: রহিমউদ্দিন মৃধা, মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি ফিরোজ খান, ট্রাক ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম, বিআরটিএ মোটরযান পরিদর্শক আমির হোসেন, মোটরযান পরিদর্শক আরিফ হাসান। বিআরটিএ আয়োজিত দুই দিন ব্যাপী পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালায় ৪৫৮ জন পেশাদার গাড়িচালক অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহনকারী পেশাদার গাড়িচালকদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।