মাভাবিপ্রবিতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তিন দিন ব্যপী র‌্যাগ ডের উদ্বোধন

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ”চিত্ত হয়েছে মত্ত এবার, ১২ সেজেছে বৃত্ত” স্লোগানকে সামনে রেখে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের (বৃত্ত-১২) শিক্ষার্থীদের ৩ দিনব্যাপী ‘শিক্ষা সমাপনী উৎসব (কেন্দ্রীয় র‌্যাগ ডে) ১৯ নভেম্বর ২০১৯ তারিখ থেকে শুরু হয়। বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন বেলা ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে কেক কেটে ৩ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন। এরপর একটি আনন্দ শোভাযাত্রা পুরো ক্যম্পাস প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে শেষ হয়।

শোভাযাত্রায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তিনব্যাপী উৎসবের ১ম দিন ১৯ নভেম্বর আনন্দ শোভাযাত্রা, রংখেলা, ফানুস উড়ানো এবং ২০ ও ২১ নভেম্বর ২ দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‌্যাগ ডে উপলক্ষে শিক্ষার্থীরা সারাদিনই রংখেলা ও হৈ-হুল্লরে মেতে থাকে।