সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির বিরুদ্ধে মিথ্যাচার করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিএনপি’র আহবায়ক কমিটির সংবাদ সম্মেলন । রবিবার দুপুরে মহুরী অফিস সংলগ্ন বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে তাড়াশ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির এ সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন, নব গঠিত উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক বেনজির আহম্মেদ শফি। তিনি তার বক্তবে বলেন, গণতান্ত্রিক পন্থায় তৃণমূলের নেতৃবৃন্দের সমর্থনের মাধ্যমে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি করা হয়েছে। যে কমিটি কে পকেট কমিটি বলে গত ৮ নভেম্বর জি কে এস অফিসে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক খন্দকার আবুল বারিক, জয়নাল আবেদীন মাহবুব ও সদস্য তপন কুমার গোস্বামী। তারা নিজেরাও আহবায়ক কমিটি গঠনের সময় উপস্থিত থেকে রেজুলেশন বহিতে স্বাক্ষর করেছেন। অথচ গত ৮ নভেম্বর জি কে এস অফিসে সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীরের মদদে সংবাদ সম্মেলনের নামে মিথ্যাচার করেছেন। আমি বর্তমান আহŸায়ক কমিটির পক্ষ থেকে উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ছাড়াও তারা সংবাদ সম্মেলন করে বলেছেন, জেলার নেতাকর্মীর উপর হামলা ,বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও আহব্বায়ক কমিটির যুগ্ম আহব্বায়ক স.ম. আফসার আলী, যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও যুগ্ম আহŸায়ক অধ্যপক আমিনুল ইসলাম টুটুল সহ আমরা করেছি । প্রকৃত ঘটনা হামলার স্বীকার হওয়া জেলার নেতাকর্মীগণ নিজেরাই হামলা কারীদের চিহ্নিত করে থানার অফিসার ইনচার্জ কে মৌখিক ভাবে জানিয়েছেন। এছাড়াও জেলা কমিটির গঠন করা তদন্ত কমিটির সদস্যরাও তদন্ত করে খন্দকার সেলিম জাহাঙ্গীরের লোকজন হামলা করেছে তার প্রমাণ পেয়েছেন ।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহব্বায়ক কমিটির সদস্য সচিব সাইদুর রহমান,যুগ্ম স.ম. আফসার আলী, অধ্যাপক আমিনুল রহমান (টুটুল) ,হাসান ইকবাল শহিদ, অধ্যাপক আব্দুল হাকিম, আসাদ্দুজজামান আসাদ সহ আহবায়ক কমিটির সকল সদস্য বৃন্দ।