পাবনার ভাঙ্গুড়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ ডাকাত সদস্যকে আটক করেছে। বুধবার রাত তিনটার দিকে ভাঙ্গুড়া পৌরশহরের সারুটিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলো ঈশ্বরদী শহরের বাসিন্দা সিদ্দিক আলম (৩৫), রনি (৩৫), হৃদয় (৩৪), সাগর (৩৫), শাকিল (৩৩), আরিফ (৩০) ও ট্রাক চালক অপু (৩২)। আটকের পর পুলিশ তাদের কয়েক ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করে। পুলিশ জানায়, বুধবার রাত দুইটার দিকে একটি মিনি ট্রাক নিয়ে ৬ জন ডাকাত সদস্য পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে ডাকাতি করার পরিকল্পনা করছিল। এমন খবরে ভাঙ্গুড়া থানা পুলিশের এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত সদস্যরা ট্রাক চালিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় পুলিশ মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে পুলিশ ট্রাকটি ওভারটেক করলে ডাকাত সদস্যরা পৌর শহরের সারুটিয়া এলাকায় ট্রাক থেকে নেমে আত্মগোপন করে। পরে থানা পুলিশ ট্রাক ও চালককে আটক করে ওই এলাকায় তল্লাশি চালিয়ে সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছয় ডাকাত সদস্যকে আটক করে। বৃহস্পতিবার চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরিন আটক ডাকাতদের প্রায় চারঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে।
ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) নাজমুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।