রাণীনগর উপজেলা যুবদলের সভাপতিসহ দু’জন গ্রেফতার

নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে রাণীনগর উপজেলা যুবদলের সভাপতি এমদাদুল ইসলাম এমদাদ (৪৪) এবং ইসরাফিল আলম (৩০) নামে দু’জনকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, বুধবার সকালে উপজেলার গোনা ইউনিয়নের প্রেমতলী এলাকা থেকে এমদাদুল ইসলাম এমদাদকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এমদাদ উপজেলার বেতগাড়ী এলাকার মৃত আয়েজ উদ্দীন মন্সির ছেলে ও রাণীনগর উপজেলা যুবদলের সভাপতি । তিনি বলেন,এমদাদের বিরুদ্ধে গত ২০১৭ সালে আদালতে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে মামলা দায়ের হয়। এর পর আদালত তাকে সাজাপ্রদান করলে সাজার পর থেকে পলাতক ছিলেন । তবে গ্রেফতার এমদাদ কত দিনের সাজা প্রাপ্ত আসামী তা স্পস্ট বলতে পারেননি তিনি। অপর দিকে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বগারবাড়ী এলাকা থেকে ইসরাফিল আলম নামে এক মাদক কারবারীকে ৪৮ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে । গ্রেফতার ইসরাফিল উপজেলার কামতা গ্রামের মৃত তয়েজ উদ্দীনের ছেলে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।