সাঁথিয়ায় ১৪ জুয়ারীর জরিমানা

রবিবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম জামাল আহম্মেদ ভ্রাম্যমান আদালতে জুয়া খেলার দায়ে ১৪ জনকে জরিমানা আদায় করেছেন।
জানা যায় গত শনিবার সন্ধ্যায় সাঁথিয়া থানার সেকেন্ড অফিসার এসআই আবুল কালাম গোপন সংবাদের ভিত্তিতে ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার করমজা ইউনিয়নের রুপচাদ বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১৪ জনকে আটক করে। এসময় তাদের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জাদি উদ্ধার করা হয়। আটককৃতদের রবিবার ভ্রাম্যমান আদালতে জুয়া আইনে প্রত্যেককে ৬০০ টাকা করে জরিমানা আদায় করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ফায়সাল রায়হান, সাঁথিয়া প্রেসক্লাব সম্পাদক আবুল কাশেমসহ সাংবাদিক ও সুধীজন। জুয়ারুরা হলো করমজা ইউনিয়নের বায়া গ্রামের ইয়াছিন, শফিকুল, সানোয়ার, আলহাব, আশরাফুল, সুলতান, আফসার, রুহুল, ওয়াসিম, উজ্জল, দত্তবাড়ী গ্রামের সাকিব, গফুর, আরিফ, কালাম।