আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন” এই স্লোগানকে সামনে নিয়ে পাবনার আটঘরিয়ায় ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

এউপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে সকালে এক বর্ণাঢ্য সমবায় র‌্যালি উপজেলা চত্তর থেকে বের হয়। র‌্যালিটি উপজেলার সদর দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফুয়ারা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো.মজিবর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলকপি সমবায় সমিতির সাধারন সম্পাদক হাফিজুল রহমান, সাবডাঙ্গা লাইখালী বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দুল মান্নান। অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যান মো. তানভীর ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফুয়ারা খাতুনকে সম্মাননা ক্রেস প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে তিনটি সফল সমবায় সমিতিকে সম্মননা ক্রেস প্রদান করা হয়েছে। সমিতি গুলো হলো-শ্রীকান্তপুর প্রেরনা মহিলা সমবায় সমিতি, আটঘরিয়া কৃষি পন্য উৎপাদনকারি সমবায় সমিতি ও সাবডাঙ্গা লাইখালী বিল পানি ব্যবস্থানপা সমবায় সমিতি। উক্ত অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন সহকারি পরিদর্শক মনসুর আলম।