নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোরের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নওগাঁ শহরের এ দু’টি বিদ্যালয় হচ্ছে তপোবন বালিকা উচ্চ বিদ্যালয় এবং বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়। দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় এসব সততা ষ্টোরের কার্যক্রম চালু করা হয়।
বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম সততা ষ্টোরের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশিষ কুমার সাহা’র সভাপতিত্বে আয়োজি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সাধারন সম্পাদক মোঃ কাওেয়স উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিউর রহমান বক্তব্য রাখেন।
পরে বেলা সাড়ে ১২টায় শহরের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে অনুরুপ আরেকটি সততা ষ্টোরের উদ্বোধন করেন প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য বেগম শাহিন মনোয়ারা হক। বিমষ অতিথি হিসেবে যথারীতি উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম এবং জেলা দুর্নীতি প্রদিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ কায়স উদ্দিন। এ অনুষ্ঠানে প্রধান শিক্ষক বিশ্বজিত মজুমদার এবং নবমক শ্রেনীর শিক্ষার্থী রিফা তামান্না বক্তব্য রাখেন।